এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২

মাস দুয়েক আগে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। মধ্যপ্রাচের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের শিরোপা উল্লাসে মেতেছিল অস্ট্রেলিয়া। এবার সেই অস্ট্রেলিয়ার মাটিতেই মাঠে গড়াতে যাচ্ছে ২০২২ সালের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। এরই মধ্যে প্রকাশিত হয়েছে আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচি। অস্ট্রেলিয়ায় আসন্ন এই বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। ক্রিকেট প্রেমীদের জন্য সুসংবাদ হলো এবার গ্রুপ পর্বের দেখা হয়ে যাচ্ছে উপমহাদেশের তিন পরাশক্তি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের। গ্রুপ-২’তে এই তিন দলের সঙ্গে রয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।

২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের দুই মাস হতে না হতেই দামামা বাজতে শুরু করেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের। আজ শুক্রবার (২১ জানুয়ারি) ঘোষণা করে হয়েছে অস্ট্রেলিয়ায় আসন্ন এই বিশ্বকাপের সূচি। বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভে খেললেও প্রাথমিক পর্ব পেরিয়ে আসতে হবে হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর লড়াই। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৬ অক্টোবর। প্রথম রাউন্ডে গ্রুপ এ-তে আছে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং কোয়ালিফায়ারে দ্বিতীয় ও তৃতীয় হওয়া দল দুইটি। গ্রুপ বি-তে আছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। তাদের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ারে প্রথম ও চতুর্থ স্থান অধিকার করা দুইটি দল।

সুপার টুয়েলভে গ্রুপ ১-এ থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান। তাদের সঙ্গে থাকবে প্রাথমিক পর্বে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ এর রানার্সআপ। গ্রুপ-২ এ থাকবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর রানারআপ এবং গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর গ্রুপ ‘এ’ এর রানার্সআপের বিপক্ষে। হোবার্টে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে। ৩০ অক্টোবর ব্রিসবেনে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়নের মুখোমুখি হবে টাইগাররা। ২ নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৬ নভেম্বর মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।

 

আপনার মতামত লিখুন :