আমতলী পৌরসভার উদ্যোগে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ
প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২
আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের দেড় হাজার অসহায় হতদরিদ্র ও শীতার্থ নারী -পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌরসভা মিলনায়তনে ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র ও শীতার্থ নারী -পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল কম্বল বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গাজী মোঃ কামাল, প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান মীর, কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আবুল বাশার রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ মহিলা কাউন্সিলর লিপি বিশ্বাস, ইয়াসমিন আক্তার, মাকসুদা বেগমসহ পৌরসভার কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, জাতির জনকের কন্যা মানবতার মা জননেন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিলের মাধ্যমে পৌরসভার সকল অসহায় হতদরিদ্র ও শীতার্থ নারী -পুরুষের মধ্যে দেড় হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।