গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় আড়াই লাখ রোগী শনাক্ত
প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২
ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ। দৈনিক রোগী শনাক্ত পৌঁছে গেছে প্রায় আড়াই লাখে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৬৩ লাখ ১৮ হাজার রোগী শনাক্ত হয়েছেন।
আনন্দবাজার জানায়, আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯৪ হাজার ৭২০। এছাড়া সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে ১৩ শতাংশে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮০ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি। ভারতে গত কয়েক দিন ধরেই দেশে দৈনিক সংক্রমণের হার চিল ১০ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় তা পৌঁছে গেছে ১৩.১১ শতাংশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। ভারতে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে।