অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২২
করোনা সংক্রমণ ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে সকল গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৩ই জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানান হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে আসনসংখ্যার অর্ধেক সংখ্যক যাত্রী পরিবহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের অবশ্যই কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করা। রেস্তোরাঁয় বসে খাবার সময় এবং আবাসিক হোটেলে অবস্থানের জন্য অবশ্যই টিকা সনদ দেখাতে হবে। ১২ বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীকে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেয়াসহ মোট ১১টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জনগণকে নির্দেশনা মানাতে এবং বিধিনিষেধ কার্যকর করতে মাঠে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করবে বলেও জানান হয়েছে।