বোরহানউদ্দিনে আগুনে ১০ দোকান পুড়ে ছাই
প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২২
ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার হাসাননগর ইউনিয়নের খাস মহল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা।