কলারোয়ায় চেয়ারম্যান পদে স.ম মোরশেদ ও সাইদ আলী নির্বাচিত
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২২
মো. ইমরান হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলে। ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কেরালকাতা ও কুশোডাঙ্গায় ভোট গ্রহন চলে।
নির্বাচনের বেসরকারী ফলাফলে ৮নং কেরালকাতা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সম মোরশেদ আলী ভিপি মোরশেদ৭৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী-আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীক পেয়েছেন-৫৯৬২ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক মোটরসাইকেল পেয়েছেন-৬৬০ভোট। এর মধ্যে কেরালকাতায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখা-১৪৭০২, বাতিলকৃত ভোট-২৯৯ টি, বৈধ ভোট-১৪৪০৩ ভোট।
অপর দিকে ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে আ.লীগের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইদ আলী গাজী মোটরসাইকেল প্রতীক-৫৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী-আসলামুল আলম আসলাম পেয়েছেন-৩৪২১ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান চশমা প্রতীক পেয়েছেন-১৫৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন-৭১২ ভোট। এছাড়া কুশোডাঙ্গায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখা-১১৪৬১, বাতিলকৃত ভোট-২৫৫ টি, বৈধ ভোট-১১২০৬ ভোট।