কলাপাড়ায় প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ধানখালী একাদশ শেরে বাংলা স্পোটিং ক্লাবকে পরাজিত করে। বুধবার দুপুরে পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.জসিম উপস্থিত ছিলেন।
এসএসসি রয়েল ব্যাচ ২০০০ পৌর শহরের সরকারি খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজনে করে। এ টুর্নামেন্টে মোট ২১টি দল অংশগ্রহন করেছে।