বেনাপোলে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২২
বেনাপোল প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দরনগরী বেনাপোলে কেক কাটা, আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটি পালন করে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটার পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও উদ্বাধক হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।