বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির শাপলাপাতা মাছ
প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির শাপলাপাতা মাছ। এ মাছটি ওজন প্রায় ১০ মন। বুধবার দুপুরে মৎসবন্দর আলীপুরের বিএফডিসি মার্কেটে এটিকে বিক্রির জন্য নিয়ে আসে জেলেরা। শাপলাপাতা মাছটি এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমায় আড়ৎ ঘাটে।
স্থানীয় জেলেরা জানান, চট্রগ্রামের বাশখালির একটি নাম বিহীন ট্রলারের জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। জাল থেকে এটিকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে জেলেদের। পরে স্থানীয় মৎসবন্দর আলীপুরের মহেষখালী ফিস আৎড় ঘাটে নিয়ে আসে। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেছে বলে জানা গেছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ন অবৈধ।এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।