রাণীনগরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের অভিযান \ পেয়াজ ব্যবসায়ীর জরিমানা
প্রকাশিত : ২১ মার্চ ২০২০
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিভিন্ন নিত্যপূন্য ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে ও সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করেছে। শনিবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেয়াজ ব্যবসায়ী দুই জনসহ চার জনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,করোনা ভাইরাসের প্রকোপ ও আতংককে পুঁজি করে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা হঠাৎ করেই রাতা-রাতি পেয়াজ,রসুন,চালসহ বিভিন্ন নিত্যপূন্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রন করতে শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে ।
শনিবার উপজেলার ত্রিমোহনী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দ্রব্য মূল্য নেয়ায় ভোক্তা অধিকার আইনে পেয়াজ, রসুন, আদা পাইকারী ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে পাঁচ হাজার ও লালু আহম্মেদকে পাঁচ হাজার মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুক্রবার বিকেলে আবাদপুকুর বাজারে মুদি দোকানদার দুই জনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। বাজার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এঅভিযান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।