কলাপাড়ায় তিন পৌর কাউন্সিলর ভোট চাইলেন টিউবওয়েল মার্কায়
প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তিন পৌর কাউন্সিলর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার ভোট চাইলেন।বৃহস্পতিবার সন্ধায় নাচনাপাড়া গ্রামের বঙ্গবন্ধু কলনী সংলগ্ন কারিতাস সাইক্লোন সেল্টার মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো.শাহআলম খানের সভাপতিত্বে এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো.তারেকুজ্জাম তারেক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাকি হোসেন জুকু, ৪,৫ ও৬ নং ওয়ার্ড নারী কাউন্সিলর রোজিনা আক্তার।বক্তব্যে তারা বারবার নির্বাচিত ১ নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার প্রার্থীর পক্ষে জনগনের কাছে ভোট চাইলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার প্রার্থী মো.সোবাহান বিশ্বাস, প্রর্থীর ছোট বোন মোমেলা বেগম ও প্রর্থীর ছোট ছেলে মো.মোহন বিশ্বাস, সমার্থক রহমান মিয়া, মো.নান্টু মিয়া, মো.আলম সহ আরো অনেকে। উঠান বৈঠকে ১ নং নাচনাপাড়া ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ, এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬’শ ৮১। আর এ ইউনিয়নের আগামী ২৬ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।