আমতলীতে উপকার ভোগীদের মাঝে বন বিভাগের চেক বিতরণ
প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২১
মাইনুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার: বরগুনার আমতলীতে সামাজিক বনায়নে অংশীদারিত্বের ভিত্তিতে বাগানের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার করার জন্য গাছ বিক্রির লভ্যাংশ বন বিভাগের উপকার ভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
আজ (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার কুকুয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের ২৬ জন উপকার ভোগীর মধ্যে থেকে ২৩ জন উপকার ভোগীদের মাঝে প্রত্যেককে ১৬ হাজার ৩৭৫ টাকার চেক বিতরণ করা হয়েছে। ওই উপকার ভোগীরা অংশীদারিত্বের ভিত্তিতে প্রায় ৫ কিলোমিটার বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার করার জন্য গাছ বিক্রির লভ্যাংশের ৫৫ শতাংশ হিসেবে ৪ লাখ ২৫ হাজার ৭৫৫ টাকার চেক গ্রহণ করেন।
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম ফিরোজ কবিরের সঞ্চনালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে গাছ বিক্রির লভ্যাংশের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক (বরগুনা) মোঃ তারিকুল ইসলাম, কুকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এ সময় সাংবাদিক এবং উপকার ভোগীরাসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।