কলাপাড়ায় একই মঞ্চে পাঁচ ইউপি সদস্য প্রার্থী
প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় একই ওয়ার্ডের পাঁচ জন ইউপি সদস্য প্রার্থী এক মঞ্চে বক্তব্য রেখেছেন। একই সুরে বললেন তারা উন্নয়নের কথা। আর প্রত্যেকে ভোটারদের কাছে দোয়া চেয়ে নিজ নিজ মার্কায় ভোট চাইলেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বালুর মাঠে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষেদ সদস্য মো.ফিরোজ শিকদার। প্রার্থীরা হলো মো. ইসমাইল হাওলাদার ব্যাট প্রতীক, মো.আবুল কালাম সিকদার তালা পতীক, মো.মহিব্বুল্লাহ মুন্সি মোরগ প্রতীক, মো.খলিল মল্লিক টিউবওয়েল প্রতীক মো.জাকারিয়া মল্লিক ফুটবল প্রতীক। এ পাঁচজন টিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে লড়ছেন। এসময় বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থীর পিতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।
অনুষ্ঠানে কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার সহ ওই ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদসহ নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।