অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক আত্মদানে এই বাংলাদেশ
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২১
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সবার মতো তিনিও ভক্ত অনুসারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া লিখেছেন, ‘সফলতার হাজারো গল্প লিখে বিজয়ের ৫০ বছরে পদার্পণ করছে আমাদের গর্বের বাংলাদেশ। বিজয়ের এই দিনে চলুন জাতি হিসেবে অর্জিত ছোট-বড় সকল বিজয়গুলোকে আমরা উদযাপন করি একসাথে।
জনপ্রিয় এই অভিনেত্রী আরও লেখেন, আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক আত্মদানে আমাদের এই বাংলাদেশ। মুক্তির যুদ্ধে তাঁদের স্বপ্ন হয়ে থাকুক আমাদের ধ্রুবতারা। এদিকে দুই বাংলায় সমানভাবে সিনেমা করছে জয়া আহসান। সিনেমা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘কালান্তর’ সিনেমায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ সিনেমাটি।