কলাপাড়ায় দেশ গড়ার শপথ নিলো হাজারো মানুষ
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২১
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় পতাকা উঁচিয়ে দেশ গড়ার শপথ নিলো হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথ বাক্য পাঠ করান। কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সরাসরি সম্প্রচারিত শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। আর এই মাহেন্দ্রক্ষনে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠের সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গ্রামপুলিশ, আনসার, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, চিকিৎসক নিজ নিজ কণ্ঠে শপথ পাঠ করেন।
এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি, সাবেক পানি সম্পাদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামলীগ সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারমান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।