মাদারীপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন
প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২১
মাদারীপুর প্রতিনিধি: যথাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনিতে পালিত হচ্ছে বঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১মিনিটে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করা হয়।
সকালে প্রথম প্রহরে স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ বীরমুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ ্এমপির পক্ষে উপজেলা আ’লীগ, এ সময় পুস্পস্তবক অর্পন করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগ সভাপতি তাহমিনা বেগম এমপি, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার দিপংকর তঞ্চ্যাঙ্গা,পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল, ডাসার থানা অফিসার ইনর্চাজ হাসানুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,সমাজ সেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান,উপজেলা আ’লীগের সকল অংগ সংগঠনের নেতা কর্মমিরা,সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা, পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরক্ষনে কালেজ মাঠে মহান বিজয় দিবসে সালাম ও কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।