বিজয় দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গী হলেন কোবিন্দ
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২১
বিজয় দিবসের ৫০ বছর উদযাপনে রাজধানীর তেজগাঁওয়ে প্যারেড গ্রাউন্ডে চলছে সশস্ত্র বাহিনীর বিশেষ কুচকাওয়াজ। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। এছাড়া বিশেষ এই কুচকাওয়াজে ‘গেস্ট অব অনার’ হিসেবে যোগ দিয়েছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়েছে। শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেড ২০২১ এর সালাম গ্রহণ করছেন তারা। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান।
বিশেষ এই কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশী-বিদেশি আমন্ত্রিত অতিথিগণ প্যারেড ময়দানে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করছেন।