গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ।
শহীদ বুদ্ধিজীবী দিবসের এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, গলাচিপা বণিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সর্দার মু. শাহ আলম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।