মাদারীপুরে রোকেয়া দিবস পালন
প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২১
মাদারীপুর প্রতিনিধি: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তর থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম।
বিশেষ অতিথি ছিলে কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চ্যাঙ্গা, উপজেলা অ’লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, কালকিনি মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কেয়া রানী, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদারসহ সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫জন জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।