আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পরিচয়

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এরমধ্যে শুরু থেকে এখন পর্যন্ত ৩ আসামি পলাতক রয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

আবরার ফাহাদ হত্যার আসামিরা হলেন-

১. মেহেদী হাসান রাসেল, (সিভিল ইঞ্জিনিয়ারিং ১৩ ব্যাচ), (রোল নাম্বার ১৩০৪০৯৮)

২. মুহতাসিম ফুয়াদ (১৪ ব্যাচ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ), (রোল নাম্বার ১৪০৪০১০)

৩. অনীক সরকার (১৫ ব্যাচ), (রোল নাম্বার ১৫১০০৮৩)

৪. মেহেদী হাসান রবিন (কেমিক্যাল বিভাগ, ১৫ ব্যাচ), (রোল নাম্বার ১৫০২০৫০)

৫. ইফতি মোশারফ হোসেন (বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬ ব্যাচ), (রোল নাম্বার ১৬১৮০২৭)

৬. মনিরুজ্জামান মনির (পানিসম্পদ বিভাগ, ১৬ ব্যাচ), (রোল নাম্বার ১৬১৬০২৮)

৭. মেফতাহুল ইসলাম জিয়ন (মেরিন ইঞ্জিনিয়ারিং, ১৫ ব্যাচ), (রোল নাম্বার ১৫১২০৪৭)

৮. মাজেদুল ইসলাম (এমএমই বিভাগ, ১৭ ব্যাচ), (রোল নাম্বার ১৭১১০২৩)

৯. মোজাহিদুল (ইইই বিভাগ, ১৬ ব্যাচ), (রোল নাম্বার ১৬০৬১১৬)

১০. তানভীর আহম্মেদ (এমই বিভাগ, ১৬ ব্যাচ), (রোল নাম্বার ১৬১০১০০)

১১. হোসেন মোহাম্মদ তোহা (এমই বিভাগ, ১৭ ব্যাচ), (রোল নাম্বার ১৭১০১২৩)

১২. জিসান (ইইই বিভাগ, ১৬ ব্যাচ), (রোল নাম্বার

১৩. আকাশ (সিই বিভাগ, ১৬ ব্যাচ), ( রোল নাম্বার ১৬০৪১৯৪)

১৪. শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৭ ব্যাচ), (রোল নাম্বার ১৭১২০৫৪)

১৫. শাদাত (এমই বিভাগ, ১৭ ব্যাচ), (রোল নাম্বার ১৭১০১০৮)

১৬. তানীম (সিই বিভাগ, ১৭ ব্যাচ), ( রোল নাম্বার

১৭. মোর্শেদ (এমই বিভাগ, ১৭ ব্যাচ), (রোল নাম্বার ১৭১০১৪১

১৮. মুয়াজ আবু হুরায়রা (ইইই বিভাগ, ১৭ ব্যাচ), (রোল নাম্বার ১৭০৬১০৬)

১৯. মুনতাসির আল জেমি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৭ ব্যাচ), রোল নাম্বার ১৭১০০৮৭)

২০. অমিত সাহা (সিভিল ইঞ্জিনিয়ারিং, ১৬ ব্যাচ), (রোল নাম্বার ১৬০৪১৫১)

২১. ইশতিয়াক আহমেদ মুন্না (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৫ ব্যাচ), (রোল নাম্বার ১৫১০০৬৯)

২২. মো. শামসুল আরেফিন রাফাত (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৭ ব্যাচ), (রোল নাম্বার ১৭১০১০৩)

২৩. মো. মিজানুর রহমান (ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ১৬ ব্যাচ), (রোল নাম্বার ১৬১৬০০৪)

২৪. এস এম মাহমুদ সেতু (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৪ ব্যাচ), (রোল নাম্বার ১৪০২০০৪)

২৫. আশিকুল ইসলাম বিটু (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬ ব্যাচ), রোল নাম্বার ১৬০২০১৬)

এর আগে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় হাজির করা হয়।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঁইয়া জানান, আজ দুপুর ১২টার দিকে রায় ঘোষণা করা হয়। রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

 

আপনার মতামত লিখুন :