আন্দোলনে অনড় থাকার ঘোষণা শিক্ষার্থীদের
প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২১
সড়কে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা অবসানসহ ১১ দফা দাবিতে ব্যঙ্গচিত্র প্রদর্শন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে তারা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। সেখান থেকে সোমবার দুপুর ১২টায় সড়কে নিহতদের স্মরণে রামপুরা ব্রিজে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে খিলগাঁও মডেল কলেজের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য বহিরাগতরা অপপ্রচার চালাচ্ছে। আমাদের ১১ দফা দাবিতে এই আন্দোলন চলমান থাকবে।’
নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ ১১ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে গাড়িচাপায় রাজধানীতে দুই শিক্ষার্থীর মৃত্যুতে আন্দোলন তীব্রতা পায়।
শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। তবে দাবি মানার ক্ষেত্রে শর্তারোপ এবং অন্যান্য দাবি পূরণ না হওয়ায় রাজপথ ছাড়ছেন না ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।