ময়মনসিংহে ৪২ করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান

প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১

ময়মনসিংহ কর অঞ্চলে সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারি ৪২ জন করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর অঞ্চল ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের মাঝে সম্মাননা ও সনদ প্রদান করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস।

এসময় কর কমিশনার মোহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়শনের সভাপতি এড.সাদিক হোসেন, ময়মনসিংহ চেম্বারের সহ-সভাপতি শংকর সাহা, অতিরিক্ত কর কমিশনার শামছুল আরেফিন সর্বোচ্চ করদাতা মাহবুবুল আলম, সর্বোচ্চ করদাতা মো: মাহাবুব রেজা করিমসহ কর অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার করদাতাগণ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :