শার্শার পুটখালী ইউনিয়নে আনারস ফেলে নৌকায় উঠলেন নাসির উদ্দিন
প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নে নৌকা মার্কার মনোনীত প্রার্থী আব্দুল গফ্ফার সরদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী তরুণ সমাজসেবক নাসির উদ্দিন।
বুধবার (২৪ নভেম্বর) বিকালে পুটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আনারস মার্কার প্রার্থী নাসির উদ্দিন।
যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে এই পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফারকে পাঠিয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে কোন রকম নৌকার বিপক্ষে কাজ করা যাবে না।
এদিকে সতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার আমি সহ সকল নেতাকর্মীরা কাজ করবে। সকল বিভেদ ভূলে আমরা এখন থেকে নৌকার পক্ষে কাজ করবো।
এসময় নৌকার প্রার্থী আব্দুল গফ্ফার সরদারসহ শার্শা উপজেলা ও পুটখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।