খলেদা জিয়ার চিকিৎসার দাবিতে ভোলায় বিএনপির বিক্ষোভ
প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১
ভোলায় খলেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মহাজনপট্টি বিএনপির দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তারা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।
এ সময় পুলিশ তাদেরকে ঘিরে রাখে। সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমূখ।