টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১

দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়ে ফেলেছে বাংলাদেশ। সোমবার সান্ত্বনার জয়ের খোঁজে পাকিস্তানের মুখোমুখি মাহমুদউল্লাহ রিয়াদের দল। আগের দুই ম্যাচের মতো এবারও টসভাগ্যে জয়ী বাংলাদেশ অধিনায়ক এবং টানা তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন তিনি।

আজ বাংলাদেশ দল শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে একাদশে। মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও সাইফ হাসান বাদ পড়েছেন। অভিষেক হচ্ছে শহীদুল ইসলামের। এ ছাড়া দলে ঢুকেছেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। পাকিস্তান দলেও একজনের অভিষেক হয়েছে। শাহনওয়াজ দাহানি ৯৫তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হলেন।

বাংলাদেশ দল:
মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

আপনার মতামত লিখুন :