কলাপাড়ায় ধান খেতে ইঁদুর মারা ফাঁদে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ধান খেতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।
ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে গরুর খাবারের জন্য খেতে ঘাস কাটতে যায়। এ সময় ইঁদুর মারা জন্য হাত ফাঁদপাতা বিদ্যুতের তারে তরিকাহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত আজিম উদ্দিন ওই ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান বলেন, স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থালে গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।