সেই অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু

প্রকাশিত : ১৮ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের আব্দুল হান্নান শেখের অগ্নিদগ্ধ শিশু কন্যা সাথীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। ৫ বছর বয়সী শিশু সাথী অগ্নিদগ্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। সাথি অগ্নিদগ্ধ হওয়ার পর তার পিতা আব্দুল হান্নান শেখ দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে নজরে পড়ে পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর। তিনি ছুটে যান হাসপাতালে। হাসপাতালে উপস্থিত হয়ে সাথীর চিকিৎসার খোজ নেন এবং চিকিৎসার যাবতীয় ব্যয় বহর করা হবে বলে ঘোষনা দেন। এর আগেও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর মানব কল্যানে অসহায় পরিবারের পাশে দাড়ানোর অসংখ্য নজীর রয়েছে। তার আর্থিক সহায়তায় বহু ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ছেন।

 

আপনার মতামত লিখুন :