কলাপাড়ায় মেছো বাঘের সাবক জঙ্গলে অবমুক্ত
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মুরগির খাঁচায় আটকা পড়া মেছো বাঘের সাবকটি জঙ্গলে ছেড়ে দিয়েছে বন বিভাগ। শনিবার বিকাল তিন টায় কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন বনে এটিকে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের উপজেলা কর্মকর্তা আবদুস সালামসহ বনকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয় ও বন বিভাগের সূত্রে জানা গেছে, পৌর শহরের সমাজ কল্যান এলাকায় জুঁই জোহরা মঞ্জিলে একটি খাঁচায় পাঁচটি মুরগি ছিল মালিকের। ক্ষুধার্থ এ মেছো বাঘের সাবকটি মুরগিগুলো খেতে খাঁচায় ঢুকে পরে। এর পর আর বের হতে পাছিলনা। বনকর্মীরা খবর পেয়ে শনিবার সকালে খাঁচায় আটককৃত সাবকটিকে উদ্ধার করে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন বনে অবমুক্ত করেন।
বন বিভাগ’র উপজেলা কর্মকর্তা আবদুস সালাম বলেন, খবর পেয়ে মেছো বাঘের সাবকটিকে উদ্ধার করা হয়েছে। এটির বয়স অনুমানিক ২ বছর হতে পারে। তবে জেলা বন কর্মকর্তার নির্দেশে প্রাণিটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।