শার্শায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ দুইজন

প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২১

মো. শামীম হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে নির্বাচনের পোস্টার লাগানো কে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ ও তবিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধ ফজের আলী (৩৫) ও আশরাফুল ইসলাম (৪০) কে পুলিশ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে স্থানীয় গোগা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ফজের আলী গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের মঈনুদ্দিনের ছেলে ও আশরাফুল একই গ্রামের আজিবার রহমানের ছেলে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি গোগা ইউনিয়নে পোস্টার লাগানো কে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়। পরে ঘটনা স্থলে গিয়ে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর হয়েছে।

আপনার মতামত লিখুন :