বরিশাল জেলার ছয়জন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২১

বরিশাল জেলার ছয়জন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে নগরীর সিস্টারস্ ডে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত ছয় শিক্ষক হচ্ছেন-আবুল কাসেম খান, জীবন কৃষ্ণ দে, শাহাব উদ্দিন সেলিম, মোয়াজ্জেম হোসেন মানিক, মোবারক হোসেন ও সেলিনা আক্তার।

বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা বলেন, সমিতির সাবেক ছয়জন শিক্ষকের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম। সমিতির বরিশাল মহানগর সভাপতি আয়শা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

 

আপনার মতামত লিখুন :