দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মহানগর বিএনপি’র লিফলেট বিতরণ
প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২১
“দ্রাব্যমূল্যের আকাশছোয়া উর্দ্ধগতিতে জনগণের নাভিশ^াস, গণবিরোধী সরকারের মদদে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাড়ান” এই শ্লোগানকে সামনে রেখে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, হাজী নুরুউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, আওলাদ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, যুববিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সহ-যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক রানা, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়াজী, মানিক বেপারী, আলী হোসেন, মহানগর শ্রমিক দল নেতা সেলিম, শহীদ হোসেন, বিল্লাল হোসেন বেপারী, মহানগর যুবদল নেতা সোহেল চৌধুরী, মহাসিন, সবুজ চকিদার, আমির হোসেন, সোহেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা কালিবাজার থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্ভোধন করে নগরীর বিভিন্ন এলাকায় জন-সাধারণের মাঝে বিতরণ করেন।