সিডরে নিহতদের স্বরণে কুয়াকাটা সৈকতে মোমবাতি প্রজ্জলন
প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সুপার সাইক্লোন সিডরে নিহতদের স্বরণে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে মোমবাতি প্রজলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক এ অনুষ্ঠানের আয়োজনে করে।
এসময় ট্যুরিস্ট পুলিশ জোন’র পুলিশ পরিদর্শক বদরুল কবির, ইনস্পেক্টর মোঃ হাসনাইন পারভেজ, টোয়াকের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কলাপাড়া রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,সাংবাদিক জসিম পারভেজসহ পর্যটক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিশেন (কুটুম), ট্যুরিস্ট বোট মালিক সমিতি পৃথকভাবে দিবসটি পালন করেছে।
উল্লেখ্য ২০০৭ সালের ১৫ই নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে লন্ডবন্ড হয়ে যায় পটুয়াখালীর কলাপাড়া সহ সমগ্র উপকুল। এ উপজেলর মানুষের জানমালের ব্যপক ক্ষতি হয়। ৯৪ মানুষ মারা যায়। এখনও ৮ জন জেলে নিখোঁজ রয়েছে।সিডরের পর থেকে যেকোন ঝড় বন্যার কথা শুনলেই এখন আতকে ওঠে। তাই এই দিনটির স্বরণে প্রতিবছরই স্মরণ করে বেসরকারি স্বেচ্ছাসেবক সংগঠনগুলো।