কলাপাড়ায় ট্রাক চাঁপায় ব্যাক্তির মৃত্যু
প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২১
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাক চাঁপায় মো.জামাল সিকদার (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শনিবার দুপুর ২ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মাহাসড়কের বিশকানি নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত জামাল উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহত জামালের ভাগনি জামাই মো.শাহ আলম বলেন, সে তার ভাগিনা মো.ইমরান তালুকদারের সাথে মোটরসাইকেল যোগে ধানখালীতে বোনের বাড়িতে যাচ্ছিল। বিশকানি নামক স্থানে পৌছালে পিছন থেকে (ঢাকা মেট্রো-ন-২০-৪৭০৫) একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় জামাল সিকদার ছিটকে রাস্তায় পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামরুন নাহার মিলি সাংবাদিকদের জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।