রহিমপুর ইউনিয়নে মুজিববর্ষের জমাকালো আয়োজন
প্রকাশিত : ১৮ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জ উপজলোর ১নং রহমিপুর ইউনিয়ন পরিষদ এর নানা আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমান‘র জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বর্ণিল আয়োজনে পুস্পস্তবক অর্পনের পর এক বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনাসভা ও দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। ১নং রহমিপুর ইউনয়িন পরষিদরে র্স্বণপদক প্রাপ্ত চয়োরম্যান ইফতখোর আহমদ বদরুল এর সভাপতিত্বে ও শামীম ওসমানের এর সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের ‘কর্ম ও জীবন’ র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বিশিস্ট আওয়ামীলীগ নেতা এম মোসাদ্দেক আহমদ মানিক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কমলগঞ্জ বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল রহিমপুর ইউপি সচিব সোলেমান হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিকাশ পাল, সাধারণ সম্পাদক দিপক কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক সোলেমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, ইউপি সদস্য মাহমুদ মিয়া, সেলিম আহমদ চৌধুরী, মাইদুর রহমান কাবুল, মহন্দ্রে কুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কমলগঞ্জ উপজলো ছাত্রলীগ সহ-সভাপতি বেলাল আহমদ তরফদার, কমলগঞ্জ উপজলো তরুনলীগ‘র আহবায়ক জনি চৌধুরী, রহিমপুর ইউনয়িন ছাত্রলীগরে সহ-সভাপতি শামমি ওসমান প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও রহমিপুর ইউনয়িনরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন মসজিদ এর ইমাম, উদ্যোক্তা, সাংবাদিক, ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগ উপস্থিত ছিলেন।
একই দিনে মিরতিংগা চা-বাগানরে পক্ষ থেেক বঙ্গবন্ধুর প্রতকিৃতেিত শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্টতি হয়। সকালে বঙ্গবন্ধু‘র প্রতকিৃিততে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। আলোচনা সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন বাগান জামে মসজিদের ইমাম মাও: জয়নাল আবেদীন, গীতা পাঠ করেন গঙ্গা প্রসাদ উপাধ্যায় । উক্ত আলোচনা সভা মিরতিংগা বাগানরে ডিজিএম শওকত আলম হিলালীর সভাপতিত্বে ও মো: নওশাদ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রােেখন- সিনিয়র সহকারী ম্যানাজার প্রদীপ কুমার বর্মা, রেজাউল হায়াত খান, মেডিকেল অফিসার সাধন বিকাশ চাকমা, বীর মুিক্তযোদ্ধা কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, ষ্টাফ ইউনিয়নরে পক্ষে দীপ নারায়ন পাল প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেওবতি নুিনয়া, লক্ষী গঞ্জু, সিরাজুল ইসলামসহ বাগান ষ্টাফ,বাগান পঞ্চায়তে সদস্য, চা শ্রমকিসহ গণ্যমান্য ব্যক্তর্বিগ।