ডাকুয়া ইউনিয়নে নৌকার মনোনিত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী
প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে (১১ নভেম্বর) বৃহস্পতিবার নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী বিশ্বজিত রায়। বিজয়ের পর পরই হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিত রায়।
নির্বাচনের ফলাফল পেয়ে তার বাড়িতে হাজার হাজার জনতার ঢল নেমেছে। ইউনিয়নের সব শ্রেণি পেশার মানুষ সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, বিশ্বজিত রায় এই ইউনিয়নের সন্তান। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর আস্থা রেখেছেন। আপনারা তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।
তিনি আপনাদের সাহায্য সহযোগিতা ও ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দেসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ডাকুয়া ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ বিজয় বিশ্বজিতের নয়- ডাকুয়া ইউনিয়নবাসীর। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান বিশ্বজিত রায় বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা আমাকে ভালোবেসে প্রধানমন্ত্রীর সম্মান ও আস্থা রেখেছেন। আমি আপনাদের এ ভালবাসাই আমার সামনে চলার শক্তি। আমার দরজা আপনাদের জন্য সমসময় খোলা রয়েছে। আপনারা সববিষয়ে আমাকে পরামর্শ দিবেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাকুয়া ইউনিয়নে আপনাদের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নব নির্বাচিত ইউপি সদস্য মো. হানিফ গাজীসহ আরো অনেকে।