বেনাপোলে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া
প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার:
বেনাপোলে ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকালে বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয়ে ৪০ জন পরিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ। উপস্থিত পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী কলম, পেনসিল, রাবার, ফাইল, রুটিন, স্কেল দেয়া হয়।
দোয়া অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা শাকিল হোসেন, সুজন, ফাহিম, ইমরান প্রমুখ।