বরিশালে বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত : ৭ নভেম্বর ২০২১
বরিশালে সমাবেশ এবং র্যালির মধ্য দিয়ে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এ উপলক্ষ্যে সংগঠনের জেলা শাখার উদ্যোগে রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘লুটপাট-দুর্নীতির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগনের ঐক্যবব্ধ বাম গণতান্ত্রিক শক্তি, ডিজেল কেরসিনের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং নিত্য পন্যের দাম কমানোর শ্লোগান নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা। সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।