মিনিস্টার গ্রুপের ইলেক্ট্রনিক্স ডিলারদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশিত : ৭ নভেম্বর ২০২১
সারা দেশের মিনিস্টার গ্রুপের ইলেক্ট্রনিক্স ডিলারদের নিয়ে সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে মিলনমেলার আয়োজন করা হয়।এ আয়োজনে ডিলারদের সাথে মিলিত হন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ. রাজ্জাক খান রাজ।
আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো: শাহ আলম, সিএফও মো: ফখরুল ইসলাম এফসিএ, ডিরেক্টর মো: বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার মনিরুল হাসান স্বপন, জেনারেল ম্যানেজার মো: রিয়াজ মাহমুদ ও মো: আশরাফুজ্জামানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ডিলারদের উদ্দেশ্যে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ. রাজ্জাক খান রাজ বলেন, “আপনাদেরকে নিয়েই আমরা এগিয়ে যেতে যাই। মিনিস্টার গ্রুপের পথচলায় আপনারাও অংশীদার।
তিনি উচ্ছ্বসিত হয়ে আরও বলেন, আমাদের যে শ্লোগান ‘লক্ষ্য এবার বিশ্ব জয়ের’ তা আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারব ইনশাল্লাহ।”
এ সময় মিলনমেলায় উপস্থিত ডিলাররাও একসাথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন।