কলাপাড়া ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক এর পক্ষ থেকে হাবিবুর রহমান কে সম্মাননা পুরস্কার প্রদান
প্রকাশিত : ৭ নভেম্বর ২০২১
অনলাইন নিউজ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ স্বাধীন বাংলা ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খেলা শুরু থেকে পরিচালনা করার জন্য মোঃ হাবিবুর রহমান কে সম্মাননা পুরস্কার প্রদান করছে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক ফরিদউদ্দিন।
সুলতানগঞ্জ স্বাধীন বাংলা ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদ মাতুব্বর, বিশিষ্ট ক্রীড়াবিদ জসিম উদ্দিন, নুরুল আমিন বাবুল, নীলগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, এ্যাড. আনোয়ারুল ইসলাম সিকদার, এ্যাড. আবুল হোসেন, ইউপি সদস্য প্রফুল্ল কুমার রায়, বিশিষ্ট সমাজ সেবক মো.আফজাল হোসেন।
ফাইনাল খেলায় নির্ধারিত সময় দুই দল গোল শূন্য খেলা শেষ করে। পরে ট্রাইবেকারের মাধ্যমে নাইন ষ্টার স্লুইজ গেট দল শিকদার ফ্যাশন হাউজ দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আগত অতিথিগন উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।