রাজধানীর গুলশানের রিক্রিয়েশন ক্লাবে চলছে র্যাবের অভিযান
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১
অবৈধভাবে মাদক বিক্রির অভিযোগে রাজধানীর গুলশানের রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাব-১ এর একটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
তিনি বলেন, গুলশানের রিক্রিয়েশন ক্লাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধভাবে মাদক রাখার অভিযোগে এখন পর্যন্ত ১০৮ বোতল বিদেশি মদ ও ৩৬০ বোতল হান্টার বিয়ার জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-১এর অধিনায়ক।