উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের পথে রওশন এরশাদ
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১
উন্নত চিকিৎসার জন্য ব্যাংক যাচ্ছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার (৫ নভেম্বর) রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগিব মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
সেখানে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার বিকাল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ। এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।