কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে মায়ের পরকিয়ার বলি মেয়ে, মা আটক
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় মায়ের পরকিয়ার জেরে ১৫ বছরের মেয়েকে শ্বাসরোধে খুন করা হয়েছে। এ ঘনায় পুলিশ মাকে আটক করেছে। এলাকাবাসী জানায়, করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী স্বপ্নার পরকিয়া ছিল তার খালাত ভাই পার্শ্ববর্তী চামড়া বন্দর এলাকার ফাইজুলের সঙ্গে।
মাদ্রাসা পড়ুয়া মেয়ে মাইশাকে পরকিয়ার পথে বাধা মনে করে মা স্বপ্না ও তার প্রেমিক ফাইজুল। পথের কাঁটা মনে করে মেয়ে মাইশাকে দুজনে মিলে রোববার রাতের কোন এক সময় মাইশাদের বাড়িতেই তাকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ৪ নভেম্বর বৃহস্পতিবার লাশ উদ্ধার করে।
এ ঘনায় ভিকটিমের মা স্বপ্নাকে পুলিশ আটক করলেও তার প্রেমিক খালাত ভাই ফাইজুল পালিয়ে গেছে বলে জানা গেছে। করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে শ্বাসরোধে মাইশাকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং মাইশার মা স্বপ্নাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মাইশার বাবা বাবুল মিয়া বাদী হয়ে মামলা করছেন বলেও তিনি জানিয়েছেন।