জাবিতে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
প্রকাশিত : ৪ নভেম্বর ২০২১
সাগর কর্মকার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির ২০২১-২২ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনকে সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মো. শোভনকে সহ-সভাপতি ও দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি সিকদার মো. জুলকারনাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শোভন বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
এছাড়াও নতুন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন যথাক্রমে (১) মুরাদ মিয়া, (২) মোস্তাফিজুর রহমান, (৩) জাহিদ হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন যথাক্রমে (১) জিল্লুর রহমান, (২) আহমাদুল্লাহ সজল, (৩) আসিফ রহমান খান, (৪) দিলশাদ চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান।
এছাড়াও প্রচার সম্পাদক পদে এলিজা আফরিন, উপ প্রচার সম্পাদক পদে হাসিবুর রহমান, সাহিত্য সম্পাদক পদে আফরিন আলম রিমি, দপ্তর সম্পাদক পদে জাহিদ হাসান তুহিন, উপ দপ্তর সম্পাদক পদে অভি, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মুনতাহা মদিনা, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তামিম, সমাজ কলান বিষয়ক সম্পাদক পদে অনুপম সিদ্ধার্থ, ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে মুনতাসির রহমান তাহরিম, উপ ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মো. ফেরদাউস, উপ সংস্কৃতি বিষয়ক পদে সম্পাদক পদে আনিকা, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আশিকুর রহমান বাপ্পি, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক পদে সাইফুল, প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে অনুপ ব্যানার্জী, উপ প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে গোলাম রাব্বি, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জাহিদ হাসান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে ইলা, উপ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে জুবায়ের, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল শিফা, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক পদে নওমী, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে অর্ণব দাস প্রিতম, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে রাজু আঁকন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে জহিরুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে হৃদয়, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে শেফা জান্নাত ও কার্যকরী সদস্য পদে ৮ জন যথাক্রমে ১) সুমাইয়া, ২) ইউলাদ, ৩) তাশাহুদ, ৪) মইন, ৫) রাহাতুল, ৬) নুসরাত, ৭) নাহিন, ৮) তাহিরা সহ ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ছাড়াও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।