ঝিনাইদহে ১’শ ৩৮ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৬৯ লাখ টাকার চেক বিতরণ
প্রকাশিত : ৩ নভেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ক্যান্সার, কিডনি, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ১’শ ৩৮ জন রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের দেওয়া ৬৯ লাখ টাকা অনুদান প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
সেসময় জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী, রেজিস্ট্রেশন অফিসার রুমানা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক জানান, জেলার ৬ উপজেলা থেকে জটিল রোগে আক্রান্ত রোগীরা অনলাইনে আবেদন করলে তা যাচাই বাছাই শেষে ১’শ ৩৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়।