ঝিনাইদহে জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-২৬ সম্মেলন উপলক্ষে মানববন্ধন
প্রকাশিত : ১ নভেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিতি নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজনে করে সচেতন নাগরিক কমিটি (সনাক) এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সনাকের নেতৃবৃন্দসহ পরিবেশবিদরা অংশ নেয়।
এসময় সনাকের সদস্য সনাকের সহ-সভাপতি নাসরিন ইসলাম, সদস্য এম আব্বাস উদ্দিন আহম্মেদ, হাবিবুর রহমান,উই এর পরিচালক শরিফা খাতুন, সুজন’র আমিনুর রহমান টুকু, সনাকের সদস্য হাফিজুর রহমান, এন এম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, জলবায়ু বিষয়ক নীতি নির্ধারণে জীবাশ্ম জ্বালানিক কোম্পানিদের অনৈতিক হস্তক্ষেপ বন্ধ, জলবায়ু জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিতি নিশ্চিতসহ ১৪ দফা দাবী পেশ করেন।