অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: এমপি জহিরুল হক

প্রকাশিত : ১ নভেম্বর ২০২১

নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জহিরুল হক ভূঞা মোহন বলেছেন, শিবপুর থেকে অপরাধ নির্মূল করতে হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। অপরাধী অপরাধীই তাকে কোন ছাড় দেওয়া হবে না। অপরাধী কার লোক সেটি না দেখে তাকে গ্রেফতার করতে হবে। আমি উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে আছি। আপনারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

গতকাল রবিবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্যকালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :