গুঞ্জনই সত্যি, বিশ্বকাপ শেষ সাকিবের
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২১
গুঞ্জনই সত্যি হলো, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপে শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন সাকিব। বাকি দুই ম্যাচ আর খেলতে পারবেন না তিনি।
শুধু তাই নয়, সাকিব আল হাসানের পরিবর্তে দলে নেয়ার সুযোগ নেই আর কাউকে। কারণ, বিসিবি রিজার্ভ হিসেবে রেখেছিলো মাত্র একজনকে। রুবেল হোসেন। সাইফউদ্দিনের ইনজুরিতে আগেই রুবেলকে স্কোয়াডের অন্তর্ভূক্ত করা হয়েছে। রিজার্ভে আর কোনো খেলোয়াড় নেই, যে কারণে পরিবর্তনও সম্ভব নয়।