নাভারনে হাইওয়ে পুলিশের উদ্যােগে কমিউনিটি পুলিশিং ডে পালিত
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১
স্টাফ রিপোর্টার: “পুলিশ জনতা, জনতাই পুলিশ” এবং মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই প্রতিপাদ্যে যশোরের নাভারণে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে সচেতনতা মূলক আলোচনা সভা করেছে নাভারণ হাইওয়ে পুলিশ।
শনিবার সকালে নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নাভারণ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর জেলা শাখার নির্দেশক্রমে এবং নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ এ এস এম আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ হাইওয়ে থানা পরিবহন সেক্টর কমিটি এবং কমিউনিটি পুলিশিং ডে কমিটির সাধার সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনসহ হাইওয়ে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার, জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।