চট্টগ্রাম নগরীর হালিশহরে ইয়াবাসহ আটক ২
প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১
চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানা বড় মানিকা উত্তর ভাটামারা অনিল ডাক্তার বাড়ির মো. রফিজুল ইসলাম প্রকাশ রইজুলের ছেলে মো. কামাল হোসেন (৪২) ও একই জেলার তজুমুদ্দিন থানা চাঁচড়া পূর্ব ভাটামারা আলী সর্দ্দার বাড়ির মৃত আবুল কাশেম প্রকাশ কাউসারের ছেলেমো. জাকির হোসেন (৩১)।
আজ বিকেলে তথ্যটি গণমাধ্যমকে জানান চট্টগ্রাম নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ওই এলাকায় মাদক বেচাকেনার জন্য মাদক কারবারিরা অবস্থান করছে গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
এসময় তিন হাজার পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। দুজনের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।