কালিহাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুনর্মিলনী
প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১
টাঙ্গাইলের কালিহাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, কেক কাটা ও সঙ্গীতানুষ্ঠান। গতকাল শনিবার (২৩ অক্টোবর) বিকালে এলেঙ্গা রিসোর্টে কালিহাতী ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন কালিহাতী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন,অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম কুয়াশা। কালিহাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এফবিসিসিআই পরিচালক এবং আওয়ামী লীগ নেতা মোঃ আবু নাসের এর শুভ জন্মদিন ও কালিহাতী ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
কালিহাতী ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী ও মোঃ আবু নাসের জন্মদিন উপলক্ষে উৎসাহ দেওয়া ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা হেনরী, টাঙ্গাইল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন,সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, নাগবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীসহ জেলা ও উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।